সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শহরতলিতে ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইয়াকুব আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরতলির আগরদাড়ি ইউনিয়নের বকচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত কৃষক ইয়াকুব আলী ওই গ্রামের বাসিন্দা।
আগরদাড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন জানান, সকালে বাড়ির আঙিনায় বৈদ্যুতিক মোটরের সাহায্যে ধান মাড়াই করছিলেন ইয়াকুব। ওই সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন:ঘুচবে অক্সিজেনের হাহাকার