সাতক্ষীরা জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শিষ্ঠাচার বহির্ভূত ও অবান্তকর বক্তব্য প্রদানের প্রতিবাদের সাতক্ষীরা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, কলরোয়া ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তানভির হোসেন জুয়েল, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিম প্রমুখ।
পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী সাইফ মাহমুদ জুয়েলের কুশপুত্তলিকা দাহ করা হয়।