সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর মাতা শোভারানী চক্রবর্তী রোববার বিকেল তিনটায় ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের কলাপাতা গ্রামের নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় একশত বছর।
মৃত্যুকালে তিনি দুই পুত্র, ৫ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কপোতাক্ষ নদের তীরবর্তী বাহাদুরপুর শ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।