নিজস্ব প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, গণপরিষদ সদস্য, স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদ সদস্য এবং বঙ্গবন্ধুর সাবাস চেয়ারম্যানখ্যাত আবুল ইসলামের আজ ১৯ তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে মরহুমের পরিবার, আবুল ইসলাম ফাউন্ডেশন ও স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে মরহুমের কবর জিয়ারত, হাজিরবাগ জামে মসজিদে জোহরবাদ দোয়া মাহফিল এবং বিকাল ৪টায় আবুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘গণপরিষদ সদস্য আবুল ইসলাম ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। বিশেষ অতিথি থাকবেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। বিশেষ আলোচক থাকবেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ ও মুক্তিযুদ্ধকালীন ফিল্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মরহুমের ছেলে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।
প্রসঙ্গত, ১৯২৪ সালে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামে আবুল ইসলাম জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে ঝিকরগাছার তৎকালীন বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (বর্তমান নির্বাসখোলা ও হাজিরবাগ ইউনিয়ন) নির্বাচিত হন সরাসরি জনগণের ভোটের মাধ্যমে। ১৯৬৪ সালে আবুল ইসলাম সারাদেশে সাবাস চেয়ারম্যান নামে পরিচিত হয়ে ওঠে। তারপার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে সাবাস চেয়ারম্যান নামেই ডাকতেন। ১৯৭০ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে চেয়ারম্যান থেকে অবিভক্ত ঝিকরগাছা চৌগাছাসহ মণিরামপুর নির্বাচনী এলাকার প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন।