নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, সততা ও সাহসিকতার জন্য গণপরিষদ সদস্য মরহুম আবুল ইসলামকে সাবাস চেয়ারম্যান উপাধি দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোমবার ঝিকরগাছার বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘গণপরিষদ সদস্য আবুল ইসলাম ও আজকের বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আবুল ইসলাম সারা জীবন জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তার মতো একজন রাজনৈতিক ব্যক্তি এ অঞ্চলকে সমৃদ্ধ করেছেন। তিনি আরো বলেন, তার সুযোগ্য উত্তরসূরি অ্যাড. মনিরুল ইসলাম মনির সংসদ সদস্য থাকাকালীন সময়ে যে উন্নয়ন করেছেন তার ধারাবাহিকতা রক্ষায় আগামীতে জনগণের চাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। আবুল ইসলাম ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে বক্তব্য দেন শহীদ মশিয়ূর রহমানের ভ্রাতুষ্পুত্র বীর মুক্তিযোদ্ধা আলী কদর মো. সামছুদ্দিন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা জাপানী আকবার, ডা. মোস্তফা আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শামসুজ্জোহা লোটাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম।