কল্যাণ ডেস্ক
“এই মুহূর্তে বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। দেশ ভালো আছে, নিরাপদে আছে। এখনও এমন পরিস্থিতি হয়নি যে বর্ডার বন্ধ করতে হবে বা লকডাউন দিতে হবে। সীমান্ত এলাকার প্রতিটি বর্ডারে স্ক্রিনিং ও পরীক্ষা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।”
গতকাল রোববার সাভারে এক অনুষ্ঠানে তিনি বলেন, ওমিক্রন মোকাবেলায় একটি আন্তঃমন্ত্রণালয় সভায় এরই মধ্যে ‘অনেকগুলো সিদ্ধান্ত’ নেয়া হয়েছে। সে অনুযায়ি বেশকিছু কার্যক্রমও শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, “আমরা আমাদের হাসপাতালগুলোকে প্রস্তত রেখেছি। ইতোমধ্যে জেলায় জেলায় চিঠি দিয়েছি, তারা যেন ওমিক্রন মোকাবেলায় প্রস্তুতি নেন।”
দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিশ্বের তিন ডজন দেশে ছড়িয়ে পড়েছে। ভারতে এ পর্যন্ত চার জনের শরীরে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়ার খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
রোববার সাভারে নবনির্মিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।