ক্রীড়া ডেস্ক:
আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বে ঢাকার মাটিতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। আগামী ১৮ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। তবে আলোচিত ম্যাচটির আগে ভারতীয় ফুটবল দলে বড় চমক—দল থেকে বাদ পড়েছেন কিংবদন্তি স্ট্রাইকার সুনীল ছেত্রী।
গতকাল (বুধবার) ভারত তাদের দল ঘোষণা করে, একই দিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-ও ঘোষণা দেয় নিজেদের দল। এর আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।
গ্রুপ ‘সি’-তে বাংলাদেশ-ভারতের ম্যাচটি মূলত আনুষ্ঠানিকতার। কারণ দুই দলই আগেই এশিয়ান কাপের মূলপর্বের দৌড় থেকে ছিটকে গেছে। তাই তরুণ ফুটবলারদের সুযোগ করে দিতে চান ভারতীয় কোচ খালিদ জামিল।
১৫ নভেম্বর ঢাকায় পা রাখার আগে তিনি বেশ কিছু নতুন মুখ নিয়ে দল সাজিয়েছেন। ঘোষিত ২৩ সদস্যের ভারতীয় স্কোয়াডে অভিজ্ঞদের তুলনায় জায়গা পেয়েছেন একাধিক নবীন ফুটবলার।
স্ট্রাইকার হিসেবে দলে রয়েছেন ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি এবং বিক্রম প্রতাপ সিংহ।
গোলরক্ষক পজিশনে ডাকা হয়েছে গুরপ্রীত সিংহ সান্ধু, হৃত্বিক তিওয়ারি ও সাহিলকে।
ডিফেন্সে রয়েছেন আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাইস, পরমবীর, রাহুল বেকে এবং সন্দেশ ঝিঙ্ঘান।
মিডফিল্ডে জায়গা পেয়েছেন আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্ডেজ, লালরেমলুঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিংহ নওরেম, নিখিল প্রভু ও সুরেশ সিংহ ওয়াংজাম।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বেঙ্গালুরুতে বৃহস্পতিবার (আজ) থেকে শুরু হচ্ছে ভারতের প্রস্তুতি ক্যাম্প। সেখান থেকেই সরাসরি ঢাকায় আসবে তারা।
গ্রুপ ‘সি’তে বাংলাদেশ ও ভারত এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে, তবে কোনোটিতেই জয়ের দেখা পায়নি। দুই দলেরই দুটি করে ড্র, ফলে সমান ২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে বাংলাদেশ ও ভারত।
এদিকে গ্রুপের শীর্ষে রয়েছে হংকং ও সিঙ্গাপুর, যারা ৪ ম্যাচে ২ জয় ও ২ ড্র করে সমান ৮ পয়েন্ট অর্জন করেছে। গোল ব্যবধানে এগিয়ে থেকে হংকং বর্তমানে শীর্ষে।
