নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ বাস্কেটবল লিগের গ্রুপ পর্বের খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাস্কেটবল গ্রাউন্ড ও জিমনেসিয়ামে তিন ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র, এ্যাপেক্স বাস্কেটবল ও ব্যাডমিন্টন ক্লাব, সিরাজুল ইসলাম স্মৃতি সংঘ। তাদের কাছে যথাক্রমে পরাজিত হয়েছে চাঁদের হাট, নজরুল সিদ্দিকী স্মৃতি সংঘ ও লেকার্স।
এদিকে ম্যাচ শেষে কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্রের দশ নম্বর জার্সি পরে খেলা সাদী মোহাম্মদ শাহারিয়ার জাহিনের বিপক্ষে অভিযোগ দায়ের করেছে চাঁদের হাট। অভিযোগে বলা হয়েছে জাহিন খুলনা জেলা বাস্কেটবল দলের খেলোয়াড় হয়েও স্থানীয় খেলোয়াড় হিসেবে লিগে অংশ নিচ্ছেন।
জাহিন তার ফেসবুক প্রোফাইলে নিজেকে খুলনা জেলা বাস্কেটবল দলের খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন।
এ বিষয়ে যশোর বাস্কেটবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল বলেন, চাঁদের হাটের অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ বিষয়য়ে লিগ পরিচালনা কমিটির আহ্বায়কসহ সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয়েছে। প্রথমে সংশ্লিষ্টরা একটা তদন্ত করবে তারপরে প্রয়োজন হলে দুই পক্ষকে শুনানির জন্য ডাকা হবে।
এদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিরাজুল ইসলাম স্মৃতি সংসদ ও লেকার্স। লেকার্স জিতলেও তাদের সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল না। তবে সিরাজুল ইসলাম স্মৃতিকে সুপার ফোরে যেতে হলে জয়ের বিকল্প ছিল না। শেষ পর্যন্ত ৫৭-২৮ পয়েন্টে জিতে ‘খ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে সিরাজুল ইসলাম স্মৃতি সংসদ।
দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ‘খ’ গ্রুপ থেকে আগে সুপার ফোর এক পা দিয়ে রাখা এ্যাপেক্স বাস্কেটবল ও ব্যাডমিন্টন ক্লাব এবং নজরুল সিদ্দিকী স্মৃতি সংঘ। এই মাচে হারলে সুপার ফোরে যাওয়ার জন্য নানা সমীকরণে পড়তে হতো এ্যাপেক্স ক্লাবের। তবে কোন সমীকরণে না যেয়ে ৫৪-১৮ পয়েন্টে জিতে ‘খ’ গ্রুপের সেরা হয়ে সুপার লিগে যায়গা নিশ্চিত করে।
দিনের শেষ ম্যাচে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র ও চাঁদের হাট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ১১৯-৭১ পয়েন্টে জিতে সুপার লিগে জায়গা করে নেয়। ‘ক’ গ্রুপ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করে বজলুল করিম স্মৃতি সংঘ।