নিজস্ব প্রতিবেদক
যশোরের উপশহর স্পোর্টিং ক্লাব ১৬ দলীয় স্বাধীন কাপ ফুটবল টুর্নামেন্টের শুক্রবারের ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক ক্লাব। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে উপশহর স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে বাহাদুর একাদশকে পরাজিত করে।
ম্যাচের চারটি গোলই এসেছে উপশহর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের পা থেকে। এরমধ্যে প্রতিপক্ষের জালে ৩টি গোল দেন খেলোয়াড়রা। আর একটি গোল নিজের পা থেকে নিজেদেরই গোলবারে চলে যায়। ফলে ৩-১ গোলে জয় পায় উপশহর। বিজয়ী দলের রায়হান ২টি ও মীর হাসান একটি গোল করেন। দুই গোল করার সুবাদে উপশহর স্পোর্টিং ক্লাবের রায়হান ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
