নিজস্ব প্রতিবেদক
বুধবার অনুষ্ঠিত হবে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সম্মেলনের সফলতা কামনা করে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা সোমবার শহরে আনন্দ শোভাযাত্রা ও প্রচার মিছিল করেছে।
যশোর শহরের গাড়িখানা রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালি ও প্রচার মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম নিয়ামত উল্লাহ, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, কেরামত আলী, ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান বাবু, সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাফেজ, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ খান লিখন, সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন রানা, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, মির্জা শাহারিয়ার তুহিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী হোসেন নয়ন, রবিউল ইসলাম রবি, আব্দুল মুনাফ দিলু, সবুজ, তুহিন, সুমন, রাসেল হোসেন পল্লব, জাহাঙ্গীর হোসেন, কামাল প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিয়ামত উল্লাহ বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও সম্মেলন আয়োজন করায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
আওয়ামী পরিবারের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী, শিক্ষিত ও সৎ সাবেক ছাত্রনেতাদের স্বেচ্ছাসেবক লীগে দায়িত্ব দিয়ে মূল্যায়ন করবেন বলে প্রত্যাশা করছি। আশা করছি, নতুনরা জায়গা পাবেন। এছাড়া সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনে যারা সাহসী ভূমিকা রেখে নৌকাকে বিজয়ী করতে কাজ করবেন এমন কর্মীদের শীর্ষ পদে দায়িত্ব দিতে পারেন কেন্দ্রীয় নেতৃত্ব।
নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সম্মেলনে সভাপতি প্রার্থী হুমায়ন কবির তুহিন বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সৎ, শিক্ষিত, সাবেক ছাত্রনেতা, ত্যাগী ও পরিশ্রমীদের মধ্যে থেকে আগামী সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক মনোনীত করা হোক। তাহলেই সংগঠন আরও গতিশীল ও উজ্জীবিত হবে। তিনি আরও বলেন, আমি তৃণমূলের প্রার্থী। সংগঠনকে সাজাবো বলে সভাপতি পদে প্রার্থী হয়েছি। আওয়ামী লীগের জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিরামহীন রাজপথে থেকেছি। আমার বিশ্বাস, দায়িত্ব পেলে যশোর স্বেচ্ছাসেবক লীগকে মডেল সংগঠন হিসেবে উপহার দিতে পারবো।