নিজস্ব প্রতিবেদক
যশোরে হকি প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে শামস্-উল-হুদা স্টেডিয়াম এ ট্রফি উন্মোচন করা হয়।
রোববার যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হকি প্রতিযোগিতা। সকাল ১০টা থেকে প্রতিযোগিতা শুরু হবে। প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে লিগ পদ্ধতিতে। দুই গ্রুপের শীর্ষ দু’টি দলকে নিয়ে হবে ফাইনাল ম্যাচ। তারুণ্যের উৎসব উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করেছে যশোর হকি ফাইটর্স।
এ প্রতিযোগিতায় ছয়টি দল অংশগ্রহণ করবে। ছয়টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ক’ গ্রুপে রয়েছে যশোর থান্ডারর্স, যশোর রাইডার্স ও যশোর ডায়নামাইটস। ‘খ’ গ্রুপে থাকা দলগুলো হলো যশোর ডমিনেটরর্স, যশোর ফ্যালকন্স ও যশোর লাইটনিংস।
ট্রফি উম্মোচন করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এ জেড এম সালেক, নিবাস হালদার, বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ আশিকউজ্জামান, জেলা দলের সাবেক খেলোয়াড় মাহমুদ রিবন, হাসান রনি, ক্রীড়া সংগঠক জাফর ইকবাল প্রমুখ।