ক্রীড়া ডেস্ক
আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে উত্তাপ ছড়াচ্ছে ভারতের অভ্যন্তরীণ অবস্থা। গত মঙ্গলবার অধিকৃত কাশ্মির উপত্যকায় দুর্বৃত্তদের হাতে ৪৭ পর্যটক প্রাণ হারানোর পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে দেশটির ক্রীড়াঙ্গনে। সেই ঘটনায় আইপিএলের চলতি আসরেও উদযাপনের নানান অনুষঙ্গ বাদ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এসবের মাঝে আবার নতুন করে আলোচনায় এসেছে প্রধান কোচ গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি।
কাশ্মিরের ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন গৌতম গম্ভীর। জানা গেছে সেটা জের ধরে ই-মেইল যোগে প্রাণনাশের হুমকির বার্তা পাঠিয়েছে ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সশস্ত্র সংগঠন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, দু’টি হুমকির বার্তা পেয়েছেন গম্ভীর। এর প্রেক্ষিতে থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে. গতকাল বুধবার সকালে হত্যার হুমকির প্রথম মেইলটি পান তিনি। বিকেলে আবারো একই মেইল ঠিকানা থেকে দ্বিতীয় মেইল আসে। যেখানে লিখা ছিল,‘আই কিল ইউ’। যার অর্থ, ‘আমি তোমাকে হত্যা করবো’। হুমকি পাওয়ার পরপরই দিল্লির রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেন গম্ভীর। ঘটনার কথা জানিয়েছেন সেন্ট্রাল দিল্লির ডিসিপিকেও।
দিল্লির পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বলে জানা গেছে। এদিকে ভারতীয় দলের হেড কোচ হওয়ার পাশাপাশি গম্ভীরের রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি বিজেপির সাবেক সাংসদ এবং বর্তমানে বিজেপির সদস্য। ফলে ‘হিটলিস্টে’ তার নাম থাকা অস্বাভাবিক নয় বলে করছে দিল্লি পুলিশ।