আব্দুল্লাহ সোহান ও নিরঞ্জন চক্রবর্তী, মণিরামপুর
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউপি নির্বাচনে ইভিএম-এ ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলেন ভোটাররা। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের আব্দুর রাজ্জাক বিশ্বাস ১ হাজার ৪৯ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাস্টার জহুরুল ইসলামকে হারিয়েছেন।
সোমবার সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট প্রয়োগ করেন ভোটাররা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃংখলা বাহিনী ও সিভিল প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এ নির্বাচনে। বেসরকারি ফলাফলে জানা গেছে, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক বিশ^াস পেয়েছেন ৫ হাজার ৯৬১ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের মাস্টার জহুরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৯১২ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী ফরিদ উদ্দীন পেয়েছেন ২ হাজার ৬৭২ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের তরিকুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৫৩০ ভোট।
নির্বাচনে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট গ্রহণের শুরু থেকেই প্রায় প্রতিটি কেন্দ্রে নারীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার চিত্র চোখে পড়ে।