নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ১৭ মার্চ থেকে যশোরে শুরু হচ্ছে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’। ঐতিহাসিক যশোর টাউন হল ময়দানে ৭দিন ব্যাপী এই মেলার আয়োজন করছে জেলা প্রশাসন। ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই মেলায় প্রতিদিন আলোচনাসভা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে।
মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে রোববার দুপুরে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। স্থানীয় সরকার যশোরের উপপরিচালক হুসাইন শওকতের পরিচালনায় সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সরকার ৫০টি কর্মসূচি হাতে নিয়েছিলো। সেই কর্মসূচির আওতায় ১৭ মার্চ যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করা হবে। এই মেলা যশোরের সকল উপজেলাতেও একযোগে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফিরোজ কবির, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিম লিংকন, এডাব যশোরের সহ সভাপতি শাহজাহান নান্নু প্রমুখ।