নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভার ৮নং ওয়ার্ডের নলডাঙ্গা রোড এলাকার বাসিন্দারা প্রায় ৩০ বছর ধরে অবহেলিত রয়েছেন। এখানকার নাগরিকরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে রাস্তার অবস্থা খুবই করুণ। অল্প বৃষ্টিতে রাস্তার উপর দুই ফুটের বেশি পানি জমে। রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে স্থানীয়রা গতকাল যশোর পৌর মেয়রের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনটি গ্রহণ করেছেন যশোর পৌরসভার প্যানেল মেয়র-২ শেখ রোকেয়া পারভীন ডলি।
আবেদনে উল্লেখ করা হয়েছে, নলডাঙ্গা রোড ও গয়ারাম রোড এলাকা প্রায় ত্রিশ বছর ধরে অবহেলিত। দীর্ঘদিন রাস্তা সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় অল্প বৃষ্টিতে রাস্তার উপর দুই ফুটের উপর পানি জমে। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন পথচারী ও এলাকাবাসী।
বিশেষ করে শহরের খুলনা বাসস্ট্যান্ড, জোড়াকুটি, বিলপাড়া, বেজপাড়া দরবেশ বাড়ি, বুনোপাড়া, গোলগুল্লার মোড়, পিয়ারী মোহন রোড, তালতলা বাজার, পূজার মাঠ, এমএসটিপি স্কুল মোড়, সুরবিতান মোড়, বস্তাপট্টির মোড়, সুধীর বাবুর কাঠগোলা এলাকার পানি নারায়ন সাহার বাড়ি, মসজিদ ও সাবেক কাউন্সিলর মাসুমের বাড়ির পাশ দিয়ে খালধার এলাকার ড্রেন দিয়ে নদীতে পতিত হয়। তবে দীর্ঘদিন ড্রেন সংস্কার না করায় এলাকার বৃষ্টির পানি দীর্ঘসময় নলডাঙ্গা ও গয়ারম রোডে জমে থাকে। এলাকাবাসী এই অবস্থা থেকে মুক্তির জন্য জনপ্রতিনিধিদের সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।
এলাকাবাসীর আবেদনটি যশোর পৌরসভার প্যানেল মেয়র-২ শেখ রোকেয়া পারভীন ডলি গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, খান মো. শফিক রতন, পিযুষ কান্তি দেবনাথ, সবুজ সাহা, কৃষ্ণ দাস, সনাতন সেন, হরসিত রায়, সাহেদ আলী, রাশেদ পারভেজ ফুল প্রমুখ।