নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের সংশোধিত ২০২৩-২৪ অর্থ বছরের আটাশি কোটি আটাশি লাখ আটাশি হাজার আটশত আটাশি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌরসভার আয়োজনে পৌর মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে পৌরসভার হল রুমে আনুষ্ঠানিক ভাবে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার হিসাব রক্ষক মোহাম্মদ সাইফুজ্জামান।
এ সময় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন, পৌর মেয়র আঞ্জুমান আরা, আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান (নিলু), পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর রেজাউল বিশ্বাস, এ্যাডভোকেট রমা রাণী, নড়াইল কণ্ঠ পত্রিকার প্রকাশক সম্পাদক কাজী হাফিজুর রহমান, দৈনিক ওশান পত্রিকার প্রকাশক সম্পাদক এ্যাডভোকেট আলমগীর সিদ্দিক, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক টুকু, পৌর যুবলীগের সভাপতি ও বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো প্রমুখ।