নিজস্ব প্রতিবেদক
যশোর নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট এ বছর ৯৩ শিক্ষার্থীর মধ্যে প্রায় তিন লাখ টাকা বৃত্তি প্রদান করেছে। শনিবার বিকেলে ট্রাস্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শহরের রবীন্দ্রনাথ সড়কের (আরএন রোড) প্রতিষ্ঠান কার্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য সচিব সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শহীদ আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম ফারুক লিটন ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব খান মোহাম্মদ শফিক রতন। সভা সঞ্চালনা করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আজিজুর রহমান সাবু, কাজী আবুল বাছেদ বকুল, নওরোজ আলম খান চপল, শাহানেওয়াজ আনোয়ার লেলিন প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, বাৎসরিক কর্মসূচির অংশ হিসেবে এ বছর স্কুল-কলেজের ৯৩ শিক্ষার্থীর মধ্যে দুই লাখ ৮০ হাজার তিনশ টাকা এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান করে। অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের যাতে অর্থাভাবে পড়াশুনা বন্ধ না হয় সেজন্য মাসিক বৃত্তি প্রদানের পাশাপাশি বিভিন্ন সহায়তা প্রদান করে ট্রাস্টটি।