নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
রেদোয়ান বিন ওয়াহিদ জিপিএ-৫ পেয়েছে। সে এবারের এসএসসি পরীক্ষায় যশোরের ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে সাড়ে ১১ শ’ নম্বরের মধ্যে এক হাজার ৯৮ পেয়েছে। রেদোয়ান উপজেলা পর্যায়ে তৃতীয় ও ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। রেদোয়ান জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিলো। সে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ওয়াহেদ মোরাদ ও গৃহিনী বিলকিস আরা পারভীনের ছেলে। সে দুই ভাইয়ের মধ্যে ছোট। রেদোয়ান ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।