জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামের মাননিক প্রতিবন্ধি জসিম উদ্দিন (৩৭) দীর্ঘ ২৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৩ নভেম্বর বিকেলে বাড়ি থেকে লুঙ্গি পরে খালি গায়ে বের হয়ে আর সে ফিরে আসেনি। এদিকে জসিমকে হারিয়ে তার পিতা-মাতাসহ স্বজনেরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের প্রান্তিক সবজি ব্যবসায়ী করিম বলেন, আমার ছেলে জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধি। গত ৩ নভেম্বর বিকেল সাড়ে ৩ টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় গত ২৩ নভেম্বর থানায় জিডি করা হয়েছে। কেউ সন্ধান পেলে মোবাইল ফোন-০১৭০১-৯৩২৬৯৫ নম্বরে জানানোর অনুরোধ করেছেন তিনি।
এ ব্যাপারে বাঁকা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুল হান্নান বলেন, জসিম উদ্দিনে আসলের অনেক দিন ধরে মানসিক প্রতিবন্ধি। দীর্ঘ সময় ধরে নিখোঁজ হওয়ার কারণে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
আরও পড়ুন: ভ্যানের এলইডি লাইটে দুর্ঘটনার আশঙ্কা