বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে কুল চাষ করে আসছেন। কিন্তু কুল চাষ লাভজনক না হওয়ায় বিকল্প পথ খুঁজছিলেন।
তিনি বলেন, নিজেই ঝুঁকি নিয়ে কুলের সাথি ফসল হিসেবে তরমুজ চাষ শুরু করি। তরমুজ বীজ রোপণের ২০ থেকে ২৫ দিনে মধ্যে ফল আসে। ৬০ থেকে ৬৫ দিনে ফল ভাঙা যায়, আর যে সময়ে তরমুজ চাষ হয় সে সময় কুলের কোন ক্ষতি হয় না, বরং তরমুজ চাষ করলে কুল গাছ সার, পানিও ভাল ভাবে পায় ।
আব্দুল লতিফ বলেন যে আমি তিন বিঘা জমিতে কুলের সাথি ফসল হিসাবে তরমুজ ও শশা চাষ করছি, তাতেই আমি সাবলম্বী। বর্তমানে আমি সুখেই আছি। তবে সরকার যদি আমাদের মত ক্ষুদ্র চাষিদের স্বল্প সুদে কিছু ঋণ দেয়ার ব্যবস্থা করত তাহলে ভালো হতো।
তিনি বলেন, আমরা চাষিরা চাষ করি, কিন্তু কোন ফসলের ন্যায্যমূল্য পাই না।