নিজস্ব প্রতিবেদক
যশোর সদরে ছাতিয়ানতলা তারাগঞ্জে দারুল উলুম মাদ্রাসার ২য় শাখার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি জসিমউদ্দিন মাদ্রাসাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী আলহুদা মাদ্রাসার মুহতামিম মীর কাশেম, শহরের রেলস্টেশন মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম, দড়াটানা মাদ্রাসার মুহতামিম মুফতি মজিবুর রহমান। সঞ্চলনায় ছিলেন উক্ত মাদ্রাসার মুহাদ্দিস ও জেলা জজকোট মসজিদের ইমাম মুফতি ইলিয়াস উদ্দিন।
আরও পড়ুন: ছয়টি দেশ পাড়ি দিয়ে ২৫ বাইকারের ওমরাহ যাত্রা
দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ও কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল হান্নান জানান, শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন দারুল উলুম মাদ্রাসাটির প্রধান শাখা ১৯৯৪ সাল থেকে সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা তিনশত ৫০জন। প্রধান শাখায় ধারণ ক্ষমতার অধিক ছাত্র-ছাত্রী থাকায় মাদ্রাসার পরিচালনা পরিষদ মাদ্রার ২য় শাখার খোলার উদ্যোগ গ্রহণ করেন। তারই পরিপেক্ষিতে গত বছরের নভেম্বরে সদরের ছাতিয়ানতলা তারাগঞ্জের ঘোপ উত্তর পাড়ায় মাদ্রাসাটির দ্বিতীয় শাখার ভিত্তিপস্থর স্থাপন করা হয়। সোমবার দুপুরে ১১জন ছাত্র-ছাত্রী নিয়ে উদ্বোধনীর মধ্যে দিয়ে মাদ্রাটির যাত্রা শুরু হয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন, চট্রগ্রাম থেকে আগত মেহমান মাও. জমির উদ্দিন, মাও. মীর আনিচ, মাও. এনামুল হক, মাদ্রাসাটির মুহতামিম মাও. আবুল বাশার, শিক্ষক মুফতি আব্দুল হাইসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রী ও স্থানীয় আলেম-উলামাগণ।
আরও পড়ুন: রজবের চাঁদ উঠল আকাশে, ১৮ ফেব্রুয়ারি শবেমেরাজ