কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কাপড়ের দাম কম বলায় ক্রেতাকে মারপিটের ঘটনায় কালীগঞ্জে এক ব্যবসা প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ ভোক্তা অধিকার অধিদপ্তরের টিম কালীগঞ্জে এসে শহরের মিনা বস্ত্র বিতান নামে প্রতিষ্ঠানটিকে সিলগালা করেন। অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুর হাসান। এ সময়ে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ পৌর ব্যাবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম ইন্তাসহ কালীগঞ্জ থানার পুলিশ সদস্যগণ।
ঝিনাইদহ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুর হাসান জানান, গত শুক্রবার ওই প্রতিষ্ঠানে কাপড় কিনতে গিয়ে কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামের নজরুল বিশ্বাস নামে এক ক্রেতা মারপিটের শিকার হন। এছাড়াও দোকান মালিক শিবলী সাদিকের হাতে ওই ক্রেতার পরিবারের মহিলা সদস্যরাও লাঞ্ছিত হন। খবরটি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে ভোক্তা অধিকারের দৃষ্টিতে আসে। রোববার দুপুরে ভোক্তা অধিকার ওই দোকানে অভিযান চালায়। এ সময় পার্শ্ববতী দোকান মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে ক্রেতাকে মারপিট অভিযোগের বিষয়টি সত্যতা পেলে দোকানটি আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে সিলগালা করে দেন।