ঢাকা অফিস
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আজ বুধবার দুপুর ২টার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বন্ধ রাখা হবে। এ তথ্য আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ২টার পর কেন্দ্রের কোনো কার্যক্রম চলবে না এবং যেসব আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য নতুন সময় এবং তারিখ পরে নির্ধারণ করা হবে।
এর আগে গত সোমবার ঢাকায় মার্কিন দূতাবাস বাংলাদেশের মধ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে। সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের কারণে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতীয় ভিসা কেন্দ্রের এই সিদ্ধান্ত আসার পর, চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ‘জুলাই ঐক্য’ নামক ঐক্যবদ্ধ মোর্চা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
সংগঠনটির সংগঠক এবি জুবায়েরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় রামপুরা ব্রিজ থেকে এই কর্মসূচি শুরু হবে। এতে দেশপ্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তা, ডাকসু ও জাকসুর নেতা, বিভিন্ন শিক্ষার্থী এবং অন্যান্য শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন। কর্মসূচির নেতৃত্বে থাকবেন ঐক্যবদ্ধ মোর্চার সংগঠকরা।
