শেখ শামীম, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ১০নং কোটাকোল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সদস্যদের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কোটাকোল ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন পরিষদের সচিব আরব আলি। উপস্থিত ইউনিয়নের সকল সদস্য ও এলাকার বিভিন্ন পেশার মানুষের উদেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চেয়ারম্যান হাসান আল-মামুদ। তিনি ইউনিয়নের সকল কর্মকান্ডে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় সদস্য ইমান গাজী, শেখ শাহ আলম, বদিউর জামান, হিরক চৌধুরী, আবু কালাম, নান্টু শিকদার, মুজিবর মোল্লা, জাহিদুর রহমান মোল্লাসহ সকল নবনির্বাচিত ওয়ার্ড সদস্যরাসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।