ক্রীড়া ডেস্ক :
আর্জেন্টিনার বিপক্ষে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব চারদিন আগে। এক গোলে পিছিয়ে পড়েও জিতেছে সৌদি আরব ২-১ গোলে। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অবিশ্বাস্য এই জয়ে সৌদি আরব ফুটবল দলটি এমনিতেই চাঙ্গা।
তার উপর ওই জয়ে বিশ্বের সবচেয়ে দামী গাড়ী রোলস রয়েলস উপহারের ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার। তাতে আরো উজ্জীবিত হওয়ারই কথা। পোল্যান্ডের বিপক্ষে খেলার ছিল তার প্রতিফলন।
এডুকেশন সিটি স্টেডিয়ামে শনিবার বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে সৌদি আরবের কাছে বলের নিয়্ন্ত্রন ছিল ৬৪%। এশিয়ার ফুটবল পাওয়ার হাউজ সৌদি আরব খেলেছে ছন্দময় ফুটবল। গোলপোষ্ট লক্ষ্য করে নিয়েছে ১৬টি শট।
তবে ভাগ্যাহত হয়েছে সৌদি আরব। স্ট্রাইকার আল দোসারির পেনাল্টি মিস এবং ডিফেন্সের ভুলের খেসারত দিয়ে হেরেছে ০-২ গোলে।
খেলার ৩৯তম মিনিটে সৌদি আরব ডিফেন্ডারদের ভুলে পোল্যান্ডের লিজেন্ডারি ফুটবলার লেভানদোভস্কি ব্যাক পাস থেকে জিয়েলনস্কির গোলে এগিয়ে যায় পোল্যান্ড।
৪৩ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের মধ্যে সৌদি স্ট্রাইকার আল শেহরিকে পোল্যান্ড ডিফেন্ডার বিলিক ফাউল করলে ‘ভার’ (ভিডিও এসিটেন্টে রেফারি) প্রযুক্তির সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৪৫ মিনিটে নেয়া আল দোসারির দুর্বল পেনাল্টি শট ডান দিকে ঝাঁপিয়ে বিপদমুক্ত করেন পোল্যান্ড গোলরক্ষক। ফিরতি বলেও গোলের সুযোগ ছিল। তবে আল বুরায়ার নেয়া ফিরতি শট পুনরায় বিপদমুক্ত করেন পোলিশ গোলরক্ষক স্ট্যাসনি।
খেলার ৮২ মিনিটের মাথায় ডিফেন্ডার আল ব্রিকান দিয়েছিলেন বাঁ প্রান্তের ডিফেন্ডার আল মালেকিকে ব্যকপাস। সেই পাসটি নিয়ন্ত্রনে নিতে যেয়ে করেছেন ভুল। তার পা থেকে ছোঁ মেরে বল নিয়ে লেভানদোভস্কি করেছেন বিশ্বকাপে নিজের প্রথম গোল (২-০)।
আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে ১৩৫ ম্যাচে ৭৬টি গোল করলেও ছিল না লেভানদোভস্কির বিশ্বকাপে কোনো গোল। মেক্সিকোর বিপক্ষে মিস করেছিলেন পেনাল্টি, তবে অতৃপ্তি ঘুঁচিয়েছেন ২০২০ ফিফা ফুটবলার অব দ্য ইয়ার এবং ২০২১ ও ২০২২-এ ব্যালন ডি অর স্ট্রাইকার অব দ্য ইয়ার সৌদি আরবের বিপক্ষে।
১৯৭৪ ও ১৯৮২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী দল পোল্যান্ড ১৯৮৬ বিশ্বকাপে দেখা পেয়েছে রাউন্ড সিক্সটিনের। তবে এর পর আর গ্রুপ রাউন্ডের হার্ডল পেরুনোর অতীত নেই পোল্যান্ডের। এবার দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ ফুটবলে নিজেদের হৃত গৌরব পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেই পারে পোলিশরা। পোল্যান্ডের এই জয় আর্জেন্টিনার সমীকরণ দিয়েছে কঠিন করে। শেষ দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প পথ যে খোলা নেই তাদের। সৌদি আরবকেও বিশ্বকাপে প্রথমবারের মতো প্রথম রাউন্ডের বাধা পেরুতে হলে জিততে হবে মেক্সিকোর বিপক্ষে।