শালিখা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে শালিখায় মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায়।
বঙ্গবন্ধু পরিষদ মাগুরা জেলা শাখার সাধারণ স¤পাদক প্রফেসর কর্নেল (অব.) কাজী শরিফ উদ্দিনের নেতৃত্বে পরিষদের একটি প্রতিনিধি দল শালিখা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা সাব্বির হোসেন বিপ¬ব, গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. হালিম মোল্যা, শতখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন শাখা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান লুলু, মানবাধিকার কর্মী হোসেন আলী প্রমুখ।