কল্যাণ ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার চরযশোহরদী ইউনিয়নের ধরমদী গ্রামের বাকী শেখের ছেলে মাইনুদ্দিন শেখ, তার মেয়ে তাবাসসুম ও শ্যালক সৌরভ মাতুব্বর।
আরও পড়ুন: ট্রাকচাপায় কারখানার নিরাপত্তাকর্মী নিহত, মহাসড়ক অবরোধ
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর আলম বলেন, ঐ তিনজন একই মোটরসাইকেলে ভাঙ্গা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে আসা স্টার লাইন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তিনজনই নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিস গিয়ে বাসের আগুন নেভাতে সক্ষম হয়।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে বলেও জানান ওসি তৈমুর।
আরও পড়ুন: আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, সুবিধাভোগীর জেল