কল্যাণ ডেস্ক: দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি- এই স্লোগান নিয়ে মঙ্গলবার বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর :
কালীগঞ্জ (ঝিনাইদহ) : স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদের (পিএফএম) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন। উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, মোমিনুর রহমান মন্টু ও শাহরিয়ার আলম সোহাগসহ ফায়ার সার্ভিস কর্মীগণ।
মাগুরা : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলী সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুল হাসান। উপস্থিত ছিলেন স্টেশন অফিসার সোহাগউজ্জামান, সাব অফিসার হাফিজুর রহমানসহ ফায়ার ফাইটার সদস্যগণ।
বটিয়াঘাটা : স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, থানার অফিসার ইনচার্জ শাহজালাল ও প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ খান। আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি হিরামন মন্ডল সাগর, সাংবাদিক তুরান হোসেন রানা, ইমরান হোসেন, অরুপ জোদ্দার, বেসরকারি এনজিও কর্মকর্তা গাজি শহিদুল ইসলাম। ফায়ার ফাইটার রবিউল ইসলাম, সবুজ হোসেন, হারুনুর রশীদ, ইসাক আলী, মফিজুল ইসলাম, শেখ ইয়াসিন, শরিফুল আলম, জাহিদ হাসানসহ আরো অনেকে।
সাতক্ষীরা : দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোহাম্মদ ফসির উদ্দিন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরাসহ সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের বিভিন্ন কর্মকর্তারা।