নাভারণ (শার্শা) প্রতিনিধি
অসময়ের বৃষ্টিতে যশোরের গদখালীর ফুলের রাজ্যে চরম বিপর্যয় নেমে এসেছে। টানা বৃষ্টিতে প্রায় কোটি টাকার ফুল নষ্ট হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি।
আসছে ১৬ ডিসেম্বরসহ কয়েকটি দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছিলেন চাষিরা। ঠিক সেই সময়ে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জাওয়াদ কেড়ে নিলো তাদের মুখের হাসি। এখন বাজার ধরাতো দূরের কথা, জমি থেকে পানি সরাতে ব্যস্ত তারা। জাওয়াদের প্রভাবে সৃষ্ট নিম্নচাপে ছিন্নভিন্ন হয়ে গেছে তাদের সাজানো স্বপ্ন।
রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, গ্লাডিওলাসসহ প্রায় ৮ থেকে ১০ রকম ফুলের জমি পানিতে তলিয়ে আছে। চোখে রঙিন স্বপ্ন নিয়ে এগিয়ে চলা কৃষকদের মুখে এখন হতাশার কালো ছাপ জমা হয়েছে।
ফুল চাষিরা জানান, অতি বৃষ্টিতে কিছু ফুল ছাড়া অন্যসব ফুল গাছের গোড়ায় পচন ধরেছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে এখন চরম লোকসানের কবলে পড়েছি। নতুন বপনকৃত বীজতলায় বৃষ্টির পানি জমে ইতোমধ্যে অনেক বীজ নষ্ট হয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে সম্পুর্ণ বীজ গুলো নষ্ট হয়ে যাবে।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, অসময়ে টানা বৃষ্টিতে চরম লোকসানের কবলে পড়েছেন গদখালীর ফুল চাষিরা। এ অবস্থায় আনুমানিক কোটি টাকার ফুল নষ্ট হওয়ার আশংকা রয়েছে।
১৬ ডিসেম্বরসহ সামনের দিবসগুলো যেমন, ইংরেজি নববর্ষ, ভালবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে নিয়ে এ অঞ্চলের চাষিরা ফুল চাষ করে থাকেন।
করোনার কারণে ক্ষতিটা এবার পুষিয়ে নিয়ে ঘুরে দাঁড়ানোর আশা ছিলো। কিন্তু অসময়ে টানা তিন দিনের বৃষ্টি আর্থিক ক্ষতির মুখে ফেলে দিয়েছে।
এ অবস্থায় চরম হতাশা দেখা দিয়েছে ফুলচাষিদের মধ্যে।