মণিরামপুর প্রতিনিধি: কাভার্ডভ্যান চাপায় নিহত ৫ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সোমবার যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর হোসেন পলাশ ভোজগাতী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চেক নিহতদের স্বজনদের হাতে তুলে দেন।
একই অনুষ্ঠানে এই পাঁচ পরিবারকে উপজেলা যুবলীগের পক্ষ থেকে নগদ ৫ হাজার করে টাকা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক নিহত হাবিবুর রহমানের স্ত্রী তহিদা খাতুন এবং তৌহিদুল ইসলামের স্ত্রী আমেনা খাতুনকে সেলাই মেশিন প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুল্লাহ বায়েজিদ, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে যশোর-সাতক্ষীরা সড়কে বেগারিতলা বাজারে কাভার্ডভ্যান চাপায় ৫ জন নিহত হন।