মাগুরা প্রতিনিধি: মাগুরায় আনুমানিক ৭ কেজি রুপাসহ এক পাচারকারীকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি টিম ইছাখাদা দরগা এলাকা থেকে সারওয়ার উদ্দিন (২৭) নামের এক যুবককে আটক করে।
এ সময় জব্দ করা হয় পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। কুষ্টিয়া রামনগর গ্রামের সারওয়ার উদ্দিন মোটরসাইকেলযোগে রূপা নিয়ে ফরিদপুরের উদ্দেশ্য যাচ্ছিল। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম) কলিমুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইছাখাদা এলাকায় অবস্থান নিয়ে সন্ধ্যা ৭টার দিকে ওই যুবককে আটক করে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৭টি কাগজের ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় প্রায় ৭ কেজি রুপা উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
ভারত থেকে এই রুপা পাচার করে আনা হয়েছে বলে জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।