মাগুরা প্রতিনিধি: টানা ছয় বছর পর আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাগুরা জেলা আওয়ামী লীগের কাউন্সিল। কাউন্সিলকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে উৎসব-আমেজ। এই কাউন্সিলে মাগুরা জেলা আওয়ামী লীগ কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছয় নেতার নাম জোরালোভাবে শোনা যাচ্ছে।
তারা হলেন- বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও জেলা আওয়ামী লীগের বর্তমান ত্রাণ ও সমাজসেবা সম্পাদক রানা আমীর ওসমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক আহ্বায়ক এনামুল হক হিরোক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিরুল ইসলাম মিরুল।
কাউন্সিল প্রসঙ্গে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু বলেন, যথা নিয়মেই আগামী ১৪ মে মাগুরা জেলা আওয়ামী লীগের এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। সময় মতো আমাদের অনুষ্ঠানের নির্দেশনা চলে আসবে। তখন এই কাউন্সিলে যেসব কেন্দ্রীয় নেতা আসবেন তা জানা যাবে। তখন গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।