নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ পাঠাগারের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ সভাপতি ও রায়হান সিদ্দিককে সাধারণ সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। শুক্রবার শহরের বোরহান শাহ সড়কে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে পাঠাগারের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতে এক জরুরি সভায় নবগঠিত কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি বিথীকা সরকার ও খায়রুজ্জামান সুজন, পরিচালক (অর্থ) রাকিবুল আলম, পাঠাগার সম্পাদক শারমিন সুলতানা, সহ-পাঠাগার সম্পাদক মামুন উর রশিদ সাজু, দপ্তর সম্পাদক পাপিয়া মল্লিক, সদস্য অহিদুজ্জামান তুর্য্য, সাবিনা আক্তার তন্নি ও টিটু মিলন।
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ২০১৮ সালে বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ ‘মুক্তিযুদ্ধ পাঠাগার’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই পাঠাগারের সদস্যদের উদ্যোগে বিভিন্ন সময় শিশুদের চিত্রাংকণ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতাসহ স্কুল, কলেজের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌছে দেবার জন্য নানামুখী কর্মসূচি গ্রহণ করে আসছে। নবগঠিত কমিটির সদস্যরা সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাবে এমন প্রত্যাশা করেন পাঠাগার প্রতিষ্ঠাতা রুকুনউদ্দৌলাহ।
আরও পড়ুন: এইচএসসির ফল ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে