নিজস্ব প্রতিবেদক
যশোরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ নামক বিশেষ অভিযান অব্যাহত রেখেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে সাইবার ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় অভিযান চালিয়ে আরও পাঁচজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জানান, আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মিজানুর রহমান মুকুল, যশোর সদর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য হোসেন আলী, চাঁচড়া রায়পাড়ার মফিজুর রহমান, মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের সাইফুর রহমান অভি এবং চাঁচড়া ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন।
ওসি মোহাম্মদ আলী আরও জানান, অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারে এই অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার জন্য বিশেষ কার্যক্রম চালানো হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও সোমবার রাতভর অভিযান চালিয়ে জেলা পুলিশ ১৯ জনকে আটক করেছিল। এসব গ্রেফতারের মাধ্যমে যশোরে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ অব্যাহত রয়েছে।
