নিজস্ব প্রতিবেদক: যশোরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিজয়ের ৫১ বছর উদযাপন উপলক্ষে ৪ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে আজ শনিবার। প্রতিদিন বিকাল ৪টা থেকে ঐতিহাসিক টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশিত হবে। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সাথে ৫১টি জাতীয় পতাকা উত্তোলন করবেন যশোরের নানা শ্রেণিপেশার সুধিজনসহ সংস্কৃতিকর্মীরা। শুক্রবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিজয় দিবস উদযাপন পর্ষদের আহ্বায়ক সুকুমার দাস জানান, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয় আমাদের অনন্য প্রাপ্তি। মু
ক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং বর্তমান ও আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শানিত করা আমাদের কর্তব্য। সেই লক্ষ্যের পথে অবিরাম ছুটে চলেছে যশোরের সংস্কৃতিকর্মীরা। বিজয়ের ৫১ বছর উদযাপন তারই একটি ধারাবাহিক প্রয়াস। আজ এই উৎসবের উদ্বোধন করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজয় দিবস উদযাপন পর্ষদের সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি দীপংকার দাস রতন, সুর বিতানের সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস প্রমুখ।