নিজস্ব প্রতিবেদক
যশোরে হত্যাচেষ্টা মামলায় দুইজনকে আলাদা ধারায় ৮ বছর ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মারামারির সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না ওয়ায় পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, যশোর সদরের জলকর গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্যার ছেলে দাউদ হোসেন ও এবাদত মোল্যার ছেলে রিপন। মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ এক রায়ে এ সাজার আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের কুতুবপুর গ্রামের আব্দুর রশিদের সাথে আসামিদের পরিবারের শত্রুতা চলছিল। ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় আব্দুর রশিদ স্থানীয় শুড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শুড়া ব্রিজের উপর পৌঁছালে আসামিরা গতিরোধ করে মারপিট করে হত্যা চেষ্টা করে। আব্দুর রশিদ সুস্থ হয়ে ১ ডিসেম্বর ৭ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ওই ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম। এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রিপন ও দাউদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে ৩৪১ ধারায় ১৫ দিনের কারাদণ্ড, ৩২৬ ও ৩০৭ ধারয় ৪ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আদেশে সাজা একই সাথে চলবে বলে উল্লেখ করা হয়েছে। সাজাপ্রাপ্ত দাউদ হোসেন ও রিপন পলাতক রয়েছে।
আরও পড়ুন: বেনাপোলে পরিত্যক্ত ১০ স্বর্ণের বার উদ্ধার