নিজস্ব প্রতিবেদক :
প্রথমবারের মতো যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপায় চোখ রেখে দল গড়েছে আসাদ ক্রিকেট একাডেমি। সেই লক্ষ্যে মঙ্গলবার লিগে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা করেছে জয় দিয়ে। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৫৯ রানে হারিয়েছে সূর্য্য সংঘকে।
আসাদ ক্রিকেট একাডেমিকে ১৫৫ রানে গুটিয়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখছিলো সূর্য সংঘ। তবে আসাদ ক্রিকেট একাডেমির বোলাররা তা হতে দেননি। অল্প রানের পূঁজি নিয়ে আসাদ ক্রিকেট একাডেমির বোলাররা দুর্দান্ত বোলিং করে সূর্য সংঘকে গুটিয়ে দেয় ৯৬ রানে। বল হাতে নায়কের ভূমিকায় ছিলেন সর্বশেষ লিগের অন্যতম সেরা খেলোয়াড় ডানহাতি পেসার হাসানুর। পাশর্^ নায়কের আর এক পেসার সালাউদ্দিন রাজন ও অফ স্পিনার শামীম শরীফ।
টস হেরে ব্যাট করতে নেমে দারুন শুরু করেন আসাদ ক্রিকেট একাডেমির দুই ওপেনার রাইসুল রনি ও আরাফ। ১১ ওভার এক বলের স্থায়ী জুটিতে দুজনে যোগ করেন ৪৯ রান। রাইসুল আউট হলে ভাঙ্গে এই জুটি। এরপর আর কোন বড় জুটি করতে পারেনি আসাদের ব্যাটাররা। ৪৩ ওভার ১ বল খেলে তারা করতে পারেন ১৫৫ রান। মিডল অর্ডার ব্যাটার হামিদুল হক হৃদয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৫। হৃদয়ের ৫১ বলে ইনিংসে ছিল একটি চার ও ছয়ের মার। এরপাশে দলীয় অধিনায়ক আরাফ ৫৮ বলে দুই চারে ২৮, রাইসুল ২৩ ও শামীম শরীফ ১৬ রান করেন।
সূর্য্য সংঘের নিলয় ২৫ রানে ৪টি, নোমান ২৩ রানে ৩টি, সোহেল হাসান ৩৪ রানে ২টি ও শায়ন একটি উইকেট দখল করেন।
১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে আসাদ ক্রিকেট একাডেমির দুই পেসার হাসানুর ও সালাউদ্দিন রাজনের কোন জবাবই দিতে পারেনি। হাসানুর ৬ ওভার ৪ বল করে ১২ রানে নেন ৪ উইকেট। সালাউদ্দিন রাজন ২ উইকেট নিলেও ছয় ওভারে দেন ৮ রান। শামীম শরীফ ২০ রানে তিন উইকেট নেন।
ব্যাট হাতে সূর্য্য সংঘের নোমান ৩২, লোটাস ১৪ ও সোহেল হাসান ১৩ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর :
টস : সূর্য্য সংঘ
আসাদ ক্রিকেট একাডেমি : ৪৩.১ ওভার ১৫৫/১০ (রাইসুল রনি ২৩, আরাফ ২৮, শামীম শরীফ ১৬, মাহাদি ০, রিয়াজুল হাসান সুমন ৬, সুলতান ১৫, হৃদয় ৩৫, সাকিব আল হাসান ০, হাসানুর ২, অর্ক ২, রাজন ৭; জিদনি ০/৩১, নোমান ৩/২৩, নিলয় ৪/২৫, লোটাস ০/১৮, সোহেল হাসান ২/৩৪, শায়ন ১/১৯)।
সূর্য্য সংঘ : ৩১.৪ ওভার ৯৬/১০ (সজীব ৭, আয়াজ ০, নিলয় ০, সাইফুর ২, রিফাত ৪, আবির ০, লোটাস ১৪, নোমান ৩২, জিদনি ৫, শায়ন ০, সোহেল হাসান ১৩; হাসানুর ৪/১২, রাজন ২/৮, অর্ক ১/১৭, শামীম শরীফ ৩/২০, সাকিব আল হাসান ০/২২, হৃদয় ০/৫)।
ফলাফল : আসাদ ক্রিকেট একাডেমি ৫৯ রানে জয়ী।