রণবীর কাপুর ও আলিয়া ভাটের কয়েক বছরের প্রেমের সম্পর্ক পরিণয়ে গড়াল। বৃহস্পতিবার মুম্বাইয়ে এই বলিউড তারকাজুটির ফ্ল্যাট ‘বাস্তু’তে তাদের বিয়ের ঘরোয়া আয়োজনে শুধু পরিবাররের সদস্য ও নিকটজনরাই ছিলেন। বিয়ের পরপরই কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম পোস্ট করেছেন আলিয়া।


ছাদনাতলায় ঋষিকাপুরপুত্র রণবীর কাপুর এবং মহেশ ভাটকন্যা আলিয়া ভাট।





রণবীর কাপুরের বলিউডে অভিষেক ২০০৭ সালে, সাভরিয়া সিনেমা দিয়ে। সেখানে তার বিপরীতে ছিলেন অনীল কাপুরকন্যা সোনম কাপুর।



ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন ঋদ্ধিমা কাপুর। ঋষি কাপুরের এই মেয়েকে অভিনয় টানেনি, তবে অলঙ্কারের নকশাকার হিসেবে তার রয়েছে বেশ সুনাম।


মেয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন মহেশ ভাট। সঙ্গে তার বড় মেয়ে পূজা ভাট। মহেশ ভাটের আরেক স্ত্রীর সন্তান পূজাও বলিউডের তারকা অভিনেত্রী ছিলেন।
