নিজস্ব প্রতিবেদক: সাহিত্য পত্রিকা ‘দ্যোতনা’র ২০তম বর্ষের সপ্তম সংখ্যা প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোর ইনিস্টিটিউট নাট্যকলা সংসদ মিলনায়তনে দ্যোতনা সাহিত্য পরিষদের মুখপত্র এই পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মোস্তাফিজুর রহমান। দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি কবি ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলামিস্ট বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু ও বীর মুক্তিযোদ্ধা আ. খালেক।
সংগঠনের সাধারণ সম্পাদক কবি শেখ শাহরিয়ার সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও কবিতা পাঠ করেন জেলা কালচারাল কর্মকর্তা হায়দার আলী, বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমেদ রাজু, সংগঠনের সহ-সভাপতি জিএম মুছা, বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী, তহীদ মনি প্রমুখ। এদিকে অনুষ্ঠানে কবি শাহজাহান কবির’র জন্মদিন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।