মণিরামপুর প্রতিনিধি: পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৪ নভেম্বরের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। এ কারণে বঙ্গবন্ধুর সৈনিকসহ স্বাধীনতা পক্ষের নানা শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ জনসমাবেশে যোগ দিতে হবে। শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে নিয়েছেন। এ কারণে বর্তমান প্রেক্ষাপটে তার এ জনসভা গুরুত্ব বহন করে।
জনসভা উপলক্ষে রোববার সন্ধ্যায় মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, এ জনসভার মাধ্যমে আগামী নির্বাচনে একটি বার্তা বয়ে আনবে। এতে করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা নতুন করে উজ্জীবিত হয়ে উঠবে।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নুরুল ইসলাম, অ্যাড. বশির আহম্মেদ খান, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, তাসরিন সুলতানা শোভা, পৌর আওয়ামী লীগের সভাপতি আমজেদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আলমগীর কবীর লিটন, প্রকৌশলী আলমগীর হোসেন, আবুল হোসেন, আব্দুল হামিদ, মাস্টার জহুরুল ইসলাম, গাজী আইয়ুব আলী, যুবলীগ নেতা স,ম আলা উদ্দীন, শরিফুল ইসলাম রিপন, আব্দুল কুদ্দুস, শ্রমিকলীগ নেতা চিন্ময় কুমাল মজুমদার, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আরও পড়ুন: যশোরে ফেনসিডিলসহ দুই বিক্রেতা আটক