ক্রীড়া ডেস্ক: ফ্রান্সের বিপক্ষে আজ ফাইনালে নামলেই একটি রেকর্ড গড়বেন লিওনেল মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হয়ে যাবেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে এই একটিই নয়, আরও বেশ কয়েকটি রেকর্ড গড়ার হাতছানি আজ মেসির সামনে।
রেকর্ড নতুন করে লিখাই তার কাজ, ১৭ বছরের ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড। যার কোনো কোনোটি আবার কেউ ভাঙতে পারবে কিনা সন্দেহ। বিশ্বকাপের ইতিহাসের তেমনই কিছু রেকর্ড আজ হতে পারে মেসির।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড়
আজ ফাইনালে জিতলে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড় হবেন মেসি। ১৬ টি জয় নিয়ে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। আজ সেই রেকর্ড একান্তই তার করে নেওয়ার সুযোগ মেসির সামনে।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিশ্চিতভাবেই নিজের করে নিতে যাচ্ছেন মেসি। ২৫ টি ম্যাচ খেলে জার্মানির লোথার ম্যাথাউসের সঙ্গে এই রেকর্ড ভাগাভাগি করছেন তিনি। আজ ফাইনালে নামার সাথেসাথে রেকর্ডটি মেসির একার হয়ে যাবে।
বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলা খেলোয়াড়
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি মিনিট খেলা খেলোয়াড় হওয়ার সুযোগ আছে মেসির সামনে। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২৩ মিনিট খেললেই সেটি পূর্ণ হবে তার।
বর্তমানে এই রেকর্ডের মালিক পাওলো মালদিনি খেলেছেন ২২১৭ মিনিট, মেসির ভাণ্ডারে জমা আছে ২১৯৪ মিনিটের বিশ্বকাপ ফুটবল খেলা।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলে সহায়তা করা খেলোয়াড়
এখন পর্যন্ত বিশ্বকাপে নয়টি গোলে সহায়তা করেছেন মেসি, দশটি গোলে সহায়তা করে এই তালিকার শীর্ষে আছেন পেলে। সূত্র- হিন্দুস্তান টাইমস।
আজ একটি গোলে সহায়তা করলেই পেলের রেকর্ড ছুবেন মেসি। আর দুইটি গোলে সহায়তা করতে পারলে এই রেকর্ডের একক মালিক হবেন মেসি।
বিশ্বকাপে সর্বাধিক গোলে যুক্ত থাকা খেলোয়াড়
বিশ্বকাপে এখন পর্যন্ত বিশটি গোলে যুক্ত থেকেছেন মেসি (গোল করা+করানো), সূত্র- হিন্দুস্তান টাইমস। এই তালিকায়ও এক নাম্বারে ব্রাজিলের পেলে। আজ দুটির বেশি গোলে যুক্ত থাকতে পারলে এই রেকর্ডও ভাঙবেন মেসি।
একাধিক গোল্ডেন বল জেতা একমাত্র খেলোয়াড়
২০১৪ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এর আগে একাধিকবার কেউ এই পুরস্কার জেতেননি কেউ।
কাতার বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে এখন পর্যন্ত সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সবার উপরে আছেন মেসি। এবার জিতলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে একাধিক গোল্ডেন বল জেতা খেলোয়াড় হবেন তিনি।
একই বিশ্বকাপে গোল্ডেন বুট এবং গোল্ডেন বল জেতা খেলোয়াড়
১৯৮২ বিশ্বকাপে গোল্ডেন বল এবং বুট, দুটোই জিতেছিলেন পাওলো রসি। এরপর আর এক কীর্তি গড়তে পারেননি কেউ। মেসির সামনে সুযোগ, একই বিশ্বকাপে গোল্ডেন বল এবং বুট জেতা দ্বিতীয় খেলোয়াড় হওয়ার।
আরও পড়ুন: মৃত্যুর আগে একবার জড়িয়ে ধরতে চাই