নিজস্ব প্রতিবেদক: যশোরে সীমা জোহরা (২১) নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি যশোরের আদ্-দ্বীন সকিনা মহিলা মেডিকেল কলেজের ছাত্রী। নিহত সীমা জোহরা ভারতের জম্মু কাশ্মিরের বথগ্রাম জেলার বাসিন্দা ।
১২ জানুয়ারি বুধবার সকালে মেডিকেল কলেজের ৫ম তলায় হোস্টেলের বাথরুমের মধ্যে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
যশোর আদ্-দীন সখিনা সখিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামাল উদ্দিন বলেন, বুধবার ভোরে হাউস কিপার মর্জিনা ঘটনাটি আমাকে জানান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে এসে পুলিশ বাথরুমের দরজা ভেঙে সীমা জোহরাকে উদ্ধার করে এবং যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। জরুরি বিভাগের কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, সীমা জোহেরা খুবই ভাল ছাত্রী ছিল। কেন সে আত্মহত্যা করেছে তার কোন কারণ খুঁজে পাচ্ছি না। তবে তার রুমটেরা বলছে, মঙ্গলবার কলেজে অনুষ্ঠিত পরীক্ষা ভালো না হওয়ায় তার মন খারাপ ছিল। হয়তো সেই কারণে সে আত্মহত্যা করতে পারে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর শহীদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করি।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. আহম্মেদ তারেক শামস্ বলেন, সকাল ৭ টা ২৫ মিনিটের দিকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের ছাত্রী সীমা জোহরাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে তিনি জানান।
