নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সদর উপজেলার ০৯নং আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর আরশাদ আলী রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার দিবাগত রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। ।
বড় ছেলে ফিরোজ হোসেন জানান, তার বাবা রাতে ঘুমিয়ে পরেছিলেন। এরমাঝে রাত ১টার পর অসুস্থ্য বোধ করেন। তাকে হাসপাতালে আনার আগে বাড়িতেই তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর খবরে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। খবরশুনে শুভাকাঙ্খিরা বাড়িতে ছুটে এসেছেন।
এদিকে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সববেদনা জানিয়েছেন, যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল খান, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, আওয়ামীলীগ নেতা প্রভাষক লিয়াকত আলী ।
ফিরোজ হোসেন বলেন, সোমবার জোহরবাদ আরবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চেয়ারম্যান মীর আরশাদ আলীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে ভেকুটিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। তার বাবার জানাজায় সকলকে অংশগ্রহনের আহবান জানিয়েছেন ফিরোজ হোসেন।