বিনোদন ডেস্ক
চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ এনে মোহাম্মদ রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেছেন অভিনেতা শাকিব খান। এ মামলায় ওই প্রযোজকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে এ মামলা করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার আইনজীবী অ্যাডভকেট মো. খাইরুল হাসান। মামলার কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন শাকিব।
শাকিব খান বলেন, ‘আমি মামলা করার জন্য গুলশান থানায় গিয়েছিলাম। সেখান থেকে মহামান্য আদালতের কাছে মামলা করার পরামর্শ দেয়া হয়েছিল। আজ আমি আদালতে মামলাটা দায়ের করেছি। আদালত সবকিছু দেখেছেন এবং আমলে নিয়েছেন। আমরা সবাই খুব আনন্দিত। আমি আশা করছি মহামান্য আদালতের কাছে ন্যায়বিচার পাব।
মামলা নিয়ে বিস্তারিত বলতে অস্বীকার করে শাকিব খান বলেন, ‘সমসাময়িক সমস্ত ঘটনা নিয়ে দুই-একদিনের মধ্যে একটা প্রেস কনফারেন্স করব। আপনাদের সঙ্গে সেখানেই বিস্তারিত আলাপ করব।
সাংবাদিকদের উদ্দেশে শাকিব খান বলেন, ‘আপনারা আমার সঙ্গে থানায় ছিলেন। আপনারা আমার সঙ্গে ডিবি অফিসেও ছিলেন। আজ এখানে এসেছেন, গণমাধ্যমের সব কর্মীকে ধন্যবাদ।
শাকিব খানের আইনজীবী অ্যাডভকেট মো. খাইরুল হাসান বলেন, ‘সিএম সাহেবের আদালতে বাংলাদেশ দণ্ডবিধি ৩৮৫ ও ৫০৬ ধারায় অভিযোগ দাখিল করেছি। আদালত আমলে নিয়েছেন। আমরা আরও একটি মামলা করব। সেটি সময় হলে জানাব।
আরও পড়ুন: বিরক্ত রাশমিকা
১ Comment
Pingback: কন্যার বাবা হলেন আতিফ আসলাম