নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হয়েছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির চেয়ারম্যান হয়েছেন মোজাফফর হোসেন পল্টু। কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে হারুনুর রশিদকে। মাশরাফী বিন মোর্তজাকে সদস্য সচিব করা হয়েছে।
যশোরের ঝিকরগাছার এই বাঁহাতি পেসার বর্তমানে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে ছাত্র জীবনে ঝিকরগাছার শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এর পাশে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সিলেট স্টাইকার্সের পেস বোলিং কোচের দায়িত্বপালন করছেন।
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য করায় রাসেল দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, জাতীয় দলের হয়ে রাসেল ছয় টেস্টে ১২ উইকেট, ৫২ ওয়ানডেতে ৬১ ও ৮টি টি টোয়েন্টিতে চার উইকেট শিকার করেন রাসেল। সর্বশেষ ২০১০সালে জাতীয় দলে এবং ২০১৮ সালে স্বীকৃত লিস্ট ‘এ’ ক্রিকেট খেলেন। জাতীয় দলের বহু ঐতিহাসিক জয়ের সাথে নাম জড়িয়ে আছে সৈয়দ রাসেলের।
