আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভ ও লভিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান। কৃষ্ণসাগরে বিস্ফোরণে রুশ রণতরী ডুবে যাওয়ার পর শনিবার (১৬ এপ্রিল) প্রতিবেশী দেশটির শহরগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে মস্কো। খবর রয়টার্স ও আরটির।
কিয়েভের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দারনিস্কি জেলায় বড় বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা গেছে। মস্কো বলছে, ট্যাংক মেরামত করা একটি কারখানায় এই হামলা চালানো হয়েছে। কিয়েভের মেয়র বলছেন, উদ্ধারকারী ও চিকিৎসাকর্মীরা কাজ করছেন। এর বাইরে তার কাছে কোনো তথ্য নেই।
ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, বেলারুশ থেকে উড়ে এসে রাশিয়ার যুদ্ধবিমান পোল্যান্ডের সীমান্তের কাছে লাভিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে।
রাশিয়ার দাবি, মিকোলাইভে সামরিক যান মেরামত কারখানায় তারা হামলা চালিয়েছে। দক্ষিণাঞ্চলীয় সীমান্তের কাছেই এই কারখানাটি ছিল।
এই হামলার আগে শুক্রবার এক ঘোষণায় রাশিয়া বলেছে, অনির্দিষ্ট নাশকতা ও সন্ত্রাসবাদের প্রতিশোধ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা বাড়ানো হবে। এর কয়েক ঘণ্টা আগে কৃষ্ণসাগরে রাশিয়ার রণতরী মস্কোভা ডুবে যাওয়ার খবর দিয়েছে ক্রেমলিন।