নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন যশোর সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের জন্য প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনে কর্মরতদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ইফার নিজস্ব মিলনায়তনে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন, মুফতি মাওলানা আব্দুর রশিদ, মুফতি মাওলানা আশরাফ আলী, হাফেজ মাওলানা শোয়াবুর রহমান, ওয়ালিউর রহমান, শাহাদাৎ হোসেন, মাসুম বিল্লাহ প্রমুখ।
প্রধান আলোচক যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন বলেন, যাকাতের মাধ্যমে সমাজে দারিদ্র্য বিমোচন হয় ও অর্থের পবিত্রতা আসে। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত অন্যতম। এজন্য সমাজের বিত্তবানদের সকলকে যাকাত আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন। সরকারি যাকাত ফান্ডে আরো বেশি যাকাত দেয়ার ব্যাপারে ইমাম ও খতিবগণ ব্যাপক ভূমিকা রাখতে পারেন।
সেমিনারে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইমাম ও খতিবগণ সরকারি নির্দেশনা অনুযায়ী সকলকে মাস্ক পরিধান, আগামী ২৬ ফেব্রুয়ারি গণটিকার বিষয়ে জনসাধারণকে মসজিদের মাইকে অবহিত করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জুম্মার প্রাক-খুতবায় আলোচনা রাখার আহ্বান জানানো হয়। সেমিনার শেষে করোনা মহামারি থেকে রক্ষায়, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মুফতি মাওলানা মাওলানা আশিকুর রহমান।