শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগরের আলোচিত একটি হৃদপিন্ড নিয়ে জন্ম নেয়া যমজ দুই কন্যা শিশু মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় দেউলিয়া গ্রামে শিশু দুটি মারা যায়।
গত শনিবার এমআরএ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শ্যামনগর উপজেলার দিনমজুর ফজর আলীর স্ত্রী তহুরা এই একই হৃদপিন্ডে নিয়ে জন্ম নেয়া যুক্ত দুই শিশুর জন্ম দেন। তাদের পেট ও বুক জোড়া লাগানো ছিল। জন্মের পর তারা সুস্থ ছিল। তবে তাদের ফুসফুস ছোট থাকায় অনেকটা ভয় ছিলো। এ বিষয়ে ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু বলেন, হাসপাতালে তারা ভালো ছিল। কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার পর মারা গেছে।