নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় আলোচিত নাম চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়া’র সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বার গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাতে যশোর শহরের চাঁচড়া বাবলাতলা থেকে তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে বিস্ফোরক তৈরির মসলা জব্দ করা হয়। তিনি অভয়নগর পায়রা ইউনিয়ন দত্তগাতী গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত চরমপন্থি নেতা সাইফুল আলম দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন। সেখান থেকেই ভারতীয় মোবাইল নাম্বার ব্যবহার করে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির অন্য সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে নানা দিক নির্দেশনা দিয়ে আসছিলেন। সম্প্রতি ভারতে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা হওয়ার পর তিনি সাতক্ষীরা বর্ডার পাড় হয়ে যশোরে এসে একটি মাছের হ্যাচারিতে আত্মগোপনে ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, ভারতে সাংসদ হত্যার ঘটনায় জড়িত চরমপন্থি নেতা শিমুল ভুঁইয়া গ্রেফতারের পর থেকেই তার দলের অন্য সদস্যদের আটকের অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের চাঁচড়া বাবলাতলায় অভিযান চালিয়ে চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়া’র সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বারকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা গেছে সংসদ সদস্য আনার হত্যার পর চরমপন্থি নেতা শিমূল ভূইয়ার সাথে গ্রেফতারকৃত সাইফুল আলমের কয়েকদফা যোগাযোগ হয়েছে। তবে এই হত্যাকা-ের পরিকল্পনার সাথে সে জড়িত কিনা তা এখনো জানা যায়নি। সাইফুল অভয়নগর দত্তগাতি গ্রামের রকিব ও সুব্রত হত্যা মামলার চার্জসিটভুক্ত আসামি। এছাড়াও মণিরামপুরের প্রফেসর উদয় শংকর বিশ্বাস হত্যাকা-েও সাইফুল আলম জড়িত রয়েছে বলে জানান তিনি।
