নিজস্ব প্রতিবেদক
নির্বাচন জটিলতায় বন্ধ রয়েছে যশোর জেলা ক্রীড়া সংস্থার সকল কার্যক্রম। এর মধ্যে সাঁতার ও ওয়াটারপোলো ট্রাস্টের আয়োজনে হয়েছে ওয়াটারপোলো টুর্নামেন্ট। সোমবার যশোর সুইমিং পুলে টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শেখ রাসেল স্মৃতি সংঘ। তারা ৭-৪ গোলে হারিয়েছে জামাল স্মৃতি সংঘকে।
নক আউট ভিত্তিক এ টুর্নামেন্ট চারটি দল অংশ নেয়। অপর দুটি দল হচ্ছে লবস্টার সুইমিং ক্লাব ও মুনির উদ্দিন ফিলিং স্টেশন।
ছয় গোল করে শেখ রাসেল স্মৃতি সংঘের নাসির সর্বোচ্চ গোল দাতার পুরস্কার জিতেছেন। একই দলের আলামিন আকাশ ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন। জামাল স্মৃতি সংঘের আব্দুর রহমান টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন।
খেলা শেষে প্রধান অতিথি যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। যশোর জেলা ক্রীড়া সংস্থার সাঁতার পরিষদের সাবেক সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পী, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম আক্তারুজ্জামান।
ফুটবল রেফারি লাবু জোয়ার্দারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাঁতার পরিষদের সাবেক সম্পাদক গোলাম মোর্শেদ লিন্টু।
